Baaynabilashi Lyrics – Sahana Bajpaie

Baaynabilashi Lyrics from X=Prem sung by Sahana Bajpaie, Samantak Sinha is the latest Bengali song with music given by Sanai. Baaynabilashi song lyrics are written by Dhrubojyoti Chakrabarty.

Baaynabilashi Lyrics

Baaynabilashi Song Details:

Song: Baaynabilashi
Movie: X=Prem
Singer(s): Sahana Bajpaie, Samantak Sinha
Musician(s): Sanai
Written by: Dhrubojyoti Chakrabarty
Label(©): SVF

Baaynabilashi Lyrics

যেখানে প্রজাপতি, রঙের ফোয়ারা
যেখানে সূয্যিরা সাজিয়েছে পাড়া
যেখানে মৌমাছি হলো মনবাতিক
বিলোবে ভালোবাসা, দান খয়রাতি

যেখানে দিন হলে হবে দিলখুশ
বিরহে ঝিলমিল ওড়াবে ফানুস
আমাকে মেলা থেকে কিনে দেবে তো বাঁশি
আমি তো রোজ রোজ বায়নাবিলাসী

আমাকে নাও আমাকে নাও
আমাকে নাও আনমনা জাদুকর
যেখানে যাও যেখানে চাও
আর বানাও আমার ঘর

আমি মেঘের পাহাড় বানাই
আমি নদীর উজান মাপি
কাল হৃদয়ের হাল খাতায়
পাবো সোহাগের ঋণ খেলাপি
পাবো সোহাগের ঋণ খেলাপি

আমি গভীর জোছনা দেবো
দেবো সহজ সরল তারা
আমি ময়দানে মহারথী
আর গৃহকোণে গোবেচারা

যেখানে জল ছুঁয়ে থাকে জলফড়িং
যেখানে মন্ত্ররা ছট হিং টিং
যেখানে কিং সাইজ কেতামের আমি
সেয়ানা সখীকেই পাঠাব সেলামী

যেখানে খুব করে ডুব দেবে কথা
কলি তো ফুটবেই কাটিয়ে জড়তা
যেখানে খুব করে ডুব দেবে কথা
কলি তো ফুটবেই কাটিয়ে জড়তা

তোমাকে মেলা থেকে দেব নিরালা বাঁশি
দুজনে জান দিয়ে হব বানভাসি

আমি তো তাই, আমি তো তাই
আমি তো তাই আনমনা জাদুকর
যেখানে যাই, যেখানে চাই
আর বানাই তোমার ঘর

আমাকে নাও আমাকে নাও
আমাকে নাও আনমনা জাদুকর
যেখানে যাও যেখানে চাও
আর বানাও আমার ঘর

আমি তো তাই, আমি তো তাই
আমি তো তাই আনমনা জাদুকর
যেখানে যাই, যেখানে চাই
আর বানাই তোমার ঘর

আমাকে নাও আমাকে নাও
আমাকে নাও আনমনা জাদুকর
যেখানে যাও যেখানে চাও
আর বানাও আমার ঘর

Baaynabilashi Song Video

Hope You Liked the Post, If You Found Any Mistake in Lyrics kindly Submit Us With the Correct Lyrics! Thanks for visiting us!