Depression Title Song Lyrics, sung by GR Tanmoy. Featured Musfiq R Farhan & Parsa Evana. Bengali Super Hit Song.
Song Details
| Song: Depression Lyrics, Singer & Music: GR Tanmoy Cast : Musfiq R Farhan & Parsa Evana Cinematography: Mostak Morshed Screenplay & Direction: Mahmud Mahin Producer: Faisal Azad Label: Swadesh Entertainment |
Depression Title Song Lyrics In Bengali
আমার অসমাপ্ত পেরা আমারে দিয়া গেলো কেরা
সময় টাও আজকে বেইমান লগে আমার চলা ফেরা
দূঃখ্য হইলো কেন জাগ্রত পেরা হইলো আমার দাসি
ভবে কেন যে আইলাম আমি কেরা হাইসা দিলো ফাসি
দেখবার চাইতাছিতো কাফন কেউ নাইতো আমার আপন
আমি যারে ভাবছি আপন সেইতো করতে ঘুরে দাফন!
আমার অন্ধ আত্মা টারে আমি নিকোটিনে পুরাই
আমার আবেগ বিবেক সব গুলারে ধোয়ার মধ্যে পুরাই
আমার নেশার ঘরে কিসের পেরা আইসা জইমা থাকে
আমার আপনা মানুষ সার্থ লইয়া কেমনে কইরা ভাগে
মনে কয় আমারে ক্ষ্যাপা তুই চুপ করবি কবে?
তোর হিসাব তো মিলবো না এই ডিপ্রেশনের ভবে
আর এইডাই যে জীবন যানলে জগত ছারতাম কবে
এখন পায়ে বান্ধা শিকল উরতে চাইলেও খাচায় রবে
খালি পকেটে চিনাইছে আমার জগতে আপোন কেরা
এখন সার্থডারে চিনা ঘারের রগ টা হইছে তেরা।
আমার আকরে ধরে রাখা এ ছোট্টো জীবন
এই ভাবে চলবো আমার আর কতখন?
মুখে জলন্ত সিগারেট নাটোকিয়ো হাসি
আমি অপেক্ষায় আছি কবে হবো পর বাসি
আমার আকরে ধরে রাখা এ ছোট্টো জীবন
এই ভাবে চলবো আমার আর কতখন?
আমার বদলে যাওয়া টা আজ খুব প্রয়োজন
আমার মন নাকি এটা কেনো দেয় ডিপ্রেশন!
খোদায় লেইখা দিছে ভাগ্য চেষ্টা কইরা নাইকা লাভ
আমার হাজার হাজার পাপ চাইছি খোদার কাছে মাফ
নিজেরে চার দেয়ালে রাইখা ভালোবাসি অন্ধকার
মুখে হাসি নিয়া আমি বাচতে চাইছি আরেকবার
মনে আক্ষেপ নাই কোনো তাইতো থাকতে চাইছি একা
সোজা রাস্তায় চইলা পাইছি কতো রকম মাইনষের দেখা
ধৈরজ অনেক বেশি তাই এখনো হাল ডা রাখছি ধইরা
মায়ের মুখে হাসি দেখতে এহনো চলি নাটক কইরা
ভালো সময় টা তে দেখছি পাশে আপন জন ভরা
তাইলে খারাপ সময় টাতে আমার কই আছিলি তোরা
আর রক্তের টান নামে যাগো আপনা ভাইবা যাই
এর চেয়ে আত্মার ডি আপন ব্লাড কানেকশন ছারাই
মন টা খুইলা কথা কইতে চাইলে সামনে রাখছি আয়না
আর কারো লগে কইলে তার সভাবে পোসায় না
ও আমার বিধাতা কপালে যেডা লেইখা দিছে ওইডা নিয়া আছি চোপ
আর কপালের দোষ টা দিয়া আমার বুদ্ধি পাইছে লোপ।
আমার আকরে ধরে রাখা এ ছোট্টো জীবন
এই ভাবে চলবো আমার আর কতখন?
মুখে জলন্ত সিগারেট নাটোকিয়ো হাসি
আমি অপেক্ষায় আছি কবে হবো পর বাসি
আমার আকরে ধরে রাখা এ ছোট্টো জীবন
এই ভাবে চলবো আমার আর কতখন?
আমার বদলে যাওয়া টা আজ খুব প্রয়োজন
আমার মন নাকি এটা কেনো দেয় ডিপ্রেশন!
সময় আটকাইতে চাইছি ক্যামেরার ছবিতে বন্দি কইরা
আবার ছবি গুলা দেখলে অতীত বসে ঘারে চইরা
অতীত প্রত্যেকটাই খারাপ হোক সে মন্দ কিংবা ভালো
অতীত বর্তমানে ভাইবা ভবিষ্যতে নাইকা আলো
আয়নার সামনে দারাইলে নিজের Objection ভরা
ভাবি আমি তো এইডা না আমার থেইকা এইডা সরা
নিজের লগে আপোষ করলে দেখছি সমাজ কইছে ভুল
দিন একটা কইরা যায় বইসা ভাবা ডাইতো ভুল
আর নিজের থেইকা কতো ভাগমু আছিতো দায়িত্ব নামের খাচায়
এই খাচা টাইতো এহন ডেইলি প্রত্যেক দিন বাচায়
না আপোন জন না শত্রু কোনোটাই দরকার নাই আমার
আল্লাহর নাম ডা নিয়া মুখে দুই বেলা পাইতাছি খাবার
রাস্তার মানুষ টা থিকা তো ভালো যাইতাছে তো দিন
খালি তগো অকেশনেও আমি রংগটা বিহীন
আমার এই দিন তো দিন না ভাই আরো দিন আছে
আমার এই দিন টা নিয়া যাবো ওই দিনের কাছে
আমার আকরে ধরে রাখা এ ছোট্টো জীবন
এই ভাবে চলবো আমার আর কতখন?
মুখে জলন্ত সিগারেট নাটোকিয়ো হাসি
আমি অপেক্ষায় আছি কবে হবো পর বাসি
আমার আকরে ধরে রাখা এ ছোট্টো জীবন
এই ভাবে চলবো আমার আর কতখন?
আমার বদলে যাওয়া টা আজ খুব প্রয়োজন
আমার মন নাকি এটা কেনো দেয় ডিপ্রেশন!
[crp]
Music Video Of Depression Title Song

