Pelam Na Tomar Mon Lyrics, sung by Baul Sukumar. Lyrics pinned by Sabbir Chowdhury. Music by Ankur Mahamud. Casting Mohsin Reza, Mumu.
Song Details
Song: Pelam Na Tomar Mon (পেলাম না তোমার মন)
Singer: Baul Sukumar
Lyrics: Sabbir Chowdhury
Tune: Bijon
Music: Ankur Mahamud
Cast: Mohsin Reza, Mumu
Label: Eagle Music
Directed by Eagle Team
Pelam Na Tomar Mon Lyrics
আমি বাউল বেশে, দেশে দেশে
আমি বাউল বেশে, দেশে দেশে
খুজি তোমার মন, পেলাম না, পেলাম না বন্ধু
তোমারই দর্শন, আমি পেলাম না,
পেলাম না বন্ধু তোমারই দর্শন (২ বার)
মন জানে মনের কথা, প্রাণের মাঝে ব্যাকুলতা (২ বার)
ও তাই মনের কাছে মনের খবর
ও ভোলামন…
ও তাই মনের কাছে মনের খবর, আমি করিলাম গোপন
পেলাম না, পেলাম না বন্ধু
তোমারই দর্শন, আমি পেলাম না,
পেলাম না বন্ধু তোমারই দর্শন
জীবনের যত কথা, কোন গানে আছে গাঁথা গো (২ বার)
ও তোর জীবন তরী থেমে গেলে
ও ভোলামন…
তোর জীবন তরী থেমে গেলে, মিলবে না আসল
পেলাম না, পেলাম না বন্ধু
তোমারই দর্শন,
আমি পেলাম না, পেলাম না বন্ধু তোমারই দর্শন (৫ বার)
[crp]
Music Video Of Pelam Na Tomar Mon Song