Jeyona tumi chole Lyrics, sung by Shahnewaz Chowdhury Miraz. Music by Eemce Mihad And Song Lyrics In Bengali Written by Eemce Mihad.
Song Details
Song – Jeyona tumi
Singer – Shahnewaz Chowdhury Miraz
Lyrics & Tune – Eemce Mihad
Music Composer – Eemce Mihad
Record Label: Rm entertainment
Jeyona tumi chole Lyrics
তোমাকে মনে পড়ে খুব
এই বৃষ্টির দিনে,
তোমাকে জড়িয়ে ধরে
দেখবো আকাশটাকে।
যেওনা তুমি চলে
রেখোনা একা আমাকে,
অভিমান করে কতো তুমি
রবে দূরে সরে।।
তোমাকে ভেবে ভেবে
কেটে যায় সময়,
এসো না খোলা চুলে
তুমি আমার কাছে।
থেকো না আড়ালে তুমি
খুব মনে পড়ে তোমাকে,
যন্ত্রনা হৃদয়ে আমার
ক্ষত এ মনে।
যেওনা তুমি চলে
রেখোনা একা আমাকে,
অভিমান করে কতো তুমি
রবে দূরে সরে।।
Music Video Of Jeyona tumi chole Song
Hope You Liked the Post, If You Found Any Mistake in Lyrics kindly Submit Us With the Correct Lyrics! Thanks for visiting us!