Ekla Jabo Purey Lyrics – F A Sumon |

Ekla Jabo Purey Lyrics, sung by F A Sumon. Music by F A Sumon. The song lyrics in Bengali were written by Sayed Rahman.

Song Details

Song: Ekla Jabo Purey
Singer: F A Sumon
Lyric: Sayed Rahman
Tune & Music: F A Sumon
Label : F A Sumon Official

Ekla Jabo Purey Lyrics In Bengali

ও প্রিয়া ও প্রিয়া রে তুই
থাকিসনা আর দূরে
ভালোবেসে কাছে এসে
দিসনা ধুলোয় ছুড়ে (২ বার)

ভেতর বলিস বাহির বলিস
তুইতো আমার সব
জানে সবাই জানে মন
জানে আমার রব
তুই বিহনে, খুব গোপনে
একলা যাবো পুড়ে

ও প্রিয়া ও প্রিয়া রে তুই
থাকিসনা আর দূরে
ভালোবেসে কাছে এসে
দিসনা ধুলোয় ছুড়ে (২ বার)

বুকের জমিন তোর লাগিয়া
করে সুখের চাষ
সেই জমিনে তুই না এলে
হইব সর্বনাশ (২ বার)

স্বর্গ-নরক খুঁজিনাতো
খুঁজি তোরই মন
চাইনা ছিড়ুক কোন ঝড়ে
আত্মার এ বাঁধন

ও প্রিয়া ও প্রিয়া রে তুই
থাকিসনা আর দূরে
ভালোবেসে কাছে এসে
দিসনা ধুলোয় ছুড়ে

তুই বিহনে মন গহিনে
থাকবে নারে সুখ
একলা ঘরে কুরে কুরে
খাবে স্মৃতির দুখ (২ বার)

নিজের হাতে ভালোবাসার
দিসনারে কবর
পারবো নারে সইতে বুকে
তোর ব্যথার আঁচর

ও প্রিয়া ও প্রিয়া রে তুই
থাকিসনা আর দূরে
ভালোবেসে কাছে এসে
দিসনা ধুলোয় ছুড়ে

ভেতর বলিস বাহির বলিস
তুইতো আমার সব
জানে সবাই জানে মন
জানে আমার রব
তুই বিহনে, খুব গোপনে
একলা যাবো পুড়ে

ও প্রিয়া ও প্রিয়া রে তুই
থাকিসনা আর দূরে
ভালোবেসে কাছে এসে
দিসনা ধুলোয় ছুড়ে (২ বার)

Music Video of Ekla Jabo Purey Song