Bondhu Amay Valobashe Nai Lyrics, sung by Baul Sukumar. Music by Yeasin Hossain Neru. The song lyrics in Bengali wrote by Robiul Islam Jibon
Song Details
Song: Bondhu Amay Valobashe Nai Singer: Baul Sukumar Lyrics: Robiul Islam Jibon Tune & Music : Yeasin Hossain Neru Label: Sultan Entertainment
Bondhu Amay Valobashe Nai Lyrics
বন্ধু আমায় ভালোবাসে নাই
আঁশি বলে সেই যে গেলো আর আশে নাই
আঁশি বলে সেই যে গেলো আর আশে নাই (২ বার)
ছলনাতে মন বান্ধিয়া নাই সে পাশে নাই
আমার ছলনাতে মন বান্ধিয়া নাই সে পাশে নাই
আঁশি বলে সেই যে গেলো আর আশে নাই
আঁশি বলে সেই যে গেলো আর আশে নাই
অন্ধ ছিলাম আমি বন্ধুর, পিরিতের কাছে
তাই তো বুঝি নাইরে বন্ধুর, মনে কি আছে (২ বার)
বন্ধুর মনে কি আছে..।
সুখ কিনতে গিয়ে আজও, সুখ কিনতে গিয়ে আজও
দুঃখ শুধু পাই..
আঁশি বলে সেই যে গেলো আর আশে নাই
আঁশি বলে সেই যে গেলো আর আশে নাই
মন্দ ছিল কপাল আমার, বুঝেছি পরে
এত বড় আঘাত আমি, সইবো কি করে (২ বার)
আমি সইবো কি করে..
ব্যথা ভরা দুই নয়নে, ব্যথা ভরা দুই নয়নে
একলা কেঁদে যাই…
আঁশি বলে সেই যে গেলো আর আশে নাই (৪ বার)
Music Video Of Bondhu Amay Valobashe Nai Song
[crp]