Amake Nao Lyrics – Debayan Banerjee

Amake Nao Lyrics (আমাকে নাও) by Debayan Banerjee is the latest Bengali song with music given by Pralay Sarkar. Amake Nao song lyrics are written by Pralay Sarkar, Jyoti Hazra.

Amake Nao Lyrics

Amake Nao Song Details:

Song: Amake Nao
Singer(s): Debayan Banerjee
Musician(s): Pralay Sarkar
Written by: Pralay Sarkar, Jyoti Hazra
Label(©): SVF Music

Amake Nao Lyrics

আমাকে নাও আমাকে নাও
আগুনে নাও ফাগুনে নাও
ঢেউয়ে ঢেউয়ে নাও নাও না
নাও দু-হাত ভরে নাও

প্রথম ভুল প্রথম রাগ
আলগোছে গোপন দাগ
নাও প্রথম ছোঁয়া নাও নাও না
নাও দু চোখ ভরে নাও

তুমি তাকালেই হয়ে যাই বোকা
ভীতু প্যাডেলে ছুটেছে একরোখা
এই ঘুম ঘোর নাও না

তুমি ছেড়ে যাওয়া গল্পের মাঝে
কিছু কথা যোগান হয়ে বাজে
যদি ফের দেখা দাও
ঢেউয়ে ঢেউয়ে নাও নাও না
নাও উজাড় করে নাও

আমাকে নাও, আমাকে নাও
আগুনে নাও ফাগুনে নাও
ঢেউয়ে ঢেউয়ে নাও, নাও না
নাও দু-হাত ভরে নাও
প্রথম ভুল প্রথম রাগ
আলগোছে গোপন দাগ
নাও প্রথম ছোঁয়া নাও নাও না
নাও দু চোখ ভরে নাও

Amake Nao Song Video

Hope You Liked the Post, If You Found Any Mistake in Lyrics kindly Submit Us With the Correct Lyrics! Thanks for visiting us!